কাস্টমস-সি অ্যান্ড এফ কি ? আমদানি/রপ্তানি করতে কেন কাস্টমস-সি অ্যান্ড এফ দরকার ?




কাস্টমস-সি অ্যান্ড এফ হল ওই প্রতিষ্ঠান যারা সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত হয়ে আপনার আমদানি বা রপ্তানির সকল কার্যক্রম সম্পাদন করে থাকে। যেমন এক্সিম কার্গো ওয়ার্ল্ড   ঢাকা কাস্টমস হাউস থেকে ২০১২ সালে এই লাইসেন্স পারপ্ত হয়।  

একটি কাস্টমস-সি অ্যান্ড এফ কোম্পানি নিন্মক্ত কার্যাবলী সম্পাদন করে থাকে ।

> ইম্পোর্টারকে পি আই / এল সি করতে সাহায্য করা । 
> ইম্পোর্টারকে পণ্যের সঠিক এইস এস কোড নির্ধারণ করতে সাহায্য করা । 
> পণ্যের সঠিক ডিউটি নির্ধারণ করতে ইম্পোর্টারকে সাহায্য করা ।
এল সি পাপার কাস্টমস এ সাবমিট করা । 
পণ্যের ডিউটি দেয়া হতে ছাড় করানো পর্যন্ত সকল কার্যাদি সম্পাদন করা। 
ইম্পোর্টার যাতে কোন ভাবেই সকারকে পণ্যের শুল্ক ফাঁকি না দিতে পারে তা নিশ্চিত করা । 


আমদানি করতে কেন  কাস্টমস-সি অ্যান্ড এফ দরকার ? 

প্রত্যেক  কাস্টমস-সি অ্যান্ড এফ কে,  সরকার একটি ইউনিক নাম্বার দেয় যা  কাস্টমস এ ডকুমেন্টস প্রোসেসিং   আটোমেশন করতে  প্রয়োজন হয়। সেক্ষেত্রে সরকারকে মোটা অংকের টাকা জামানত হিসাবে দিতে হয়। ফলে কোন  কাস্টমস-সি অ্যান্ড এফ সরকারকে কর ফাঁকি দিতে পারেনা । কিন্তু সাধারণ ইম্পোর্টারদের  মধ্যে এই  কর ফাঁকির প্রবনতা বেসি বিঁধায় তারা কাস্টমস-সি অ্যান্ড এফ হতে পারেনা। তবে কেউ যদি হতে চায় তবে তাকে শেল্ফ কাস্টমস-সি অ্যান্ড এফ লাইসেন্স দেয়া হয়। সেক্ষেত্রে অনেক বিধি নিষেধ থাকে। আর যেহেতু এটি একটি জটিল প্রক্রিয়া তাই আপনি চাইলেই কাস্টমস-সি অ্যান্ড এফ কোম্পানি খুলতে পারবেননা। 

Pages